• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:০০:০১ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:০০:০১ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

প্রকাশিত হলো মাসুদা তোফার ২ কাব্যগ্রন্থ

নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলা ২০২৪ উপলক্ষে প্রকাশিত হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রাক্তন অধ্যাপক কবি মাসুদা তোফার দু’টি কাব্যগ্রন্থ। বই দু’টি হলো- ‘অনন্তকাল তোমাকে খুঁজবে’ ও ‘তুমি ছুঁয়ে দিলে থেমে যাবে অভিমান’।অনন্তকাল তোমাকে খুঁজবে বইটি প্রকাশিত হয়েছে মেঘদূত প্রকাশন থেকে। এর প্রচ্ছদ করেছেন মাসুক হেলাল। মূল্য ২৭০ টাকা। এটি লেখকের দ্বিতীয় কাব্যগ্রন্থ।বইটি প্রসঙ্গে মাসুদা তোফা বলেন, আমার  দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘অনন্তকাল তোমাকে খুঁজবে’ বঙ্গবন্ধুকে নিয়ে লেখা। আন্তরিকভাবে চেষ্টা করেছি হৃদয়ের ভালোবাসা শ্রদ্ধাটুকু ঢেলে প্রতিটি কবিতায় তাঁর কর্ম, তাঁর মহত্ত্ব, তাঁর ভাষা আন্দোলন থেকে লাল সবুজ পতাকার বাংলাদেশ সৃষ্টির পেছনের অবিচল স্বপ্নের কথা আমার অনুভূতি ও অনুভবে প্রতিটি কবিতায়  তুলে আনতে। অনেকগুলো অণুসহ ৪৮ কবিতা আছে বইটিতে।মেঘনা পাবলিকেশন্স থেকে প্রকাশিত তার তৃতীয় কাব্যগ্রন্থ তুমি ছুঁয়ে দিলে থেমে যাবে অভিমান। বইটির প্রচ্ছদ করেছেন মাসুক হেলাল। মূল্য ২৭০ টাকা।তিনি বলেন, আমার তৃতীয় কাব্যগ্রন্থ ‘তুমি ছুঁয়ে দিলে থেমে যাবে অভিমান’ এই কাব্যগ্রন্থে প্রেম বিরহ অভিমানের কবিতা আছে।  আছে মা, মাটি ও মাতৃভূমিকে নিয়ে লেখা কবিতা । ৫৭টি কবিতা আছে গ্রন্থটিতে।২০২৩ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘কুয়াশার বুকে এসো’ প্রকাশিত হয়েছিলো।