বইমেলায় মাভাবিপ্রবি শিক্ষার্থী সব্যসাচীর নতুন কাব্যগ্রন্থ
মাভাবিপ্রবি প্রতিনিধি: অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ কবি সব্যসাচীর (প্রকৃত নাম তানজিমুর রহমান) তৃতীয় কাব্যগ্রন্থ ‘প্রাক্তন স্টেশনারি’। বইটি প্রকাশ করেছে দুয়ার প্রকাশনী। মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন অশেষ সেনগুপ্ত। বইটি পাওয়া যাবে দুয়ার প্রকাশনীর ৬৬৮ নম্বর স্টলে।বিচিত্র রূপক প্রকরণের সমন্বয় তার কবিতাকে আরও বেশি কাব্যিক আবহের দিকে নিয়ে যায়। কবিতায় তিনি সমসাময়িক বিভিন্ন বিষয়কে উপস্থাপন করেছেন, যেগুলো মানবিক জীবনবোধকে গভীরভাবে অতিদূর থেকে আকৃষ্ট করে।১৯৯৮ সালে শেরপুরে জন্ম নেওয়া এই কবি পড়ালেখা করছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। এ পর্যন্ত তাঁর তিনটি কবিতার বই প্রকাশিত হয়েছে এর মাঝে সমর্পণ (২০২১) এবং শূন্যতার কফিন নিয়ে মৃত্যু উপত্যকায় (২০২৪) সালে প্রকাশ পায়।বিশ্ববিদ্যালয়-পড়ুয়া তরুণ এই লেখকের কাছে বই প্রকাশের অনুভূতি জানতে চাইলে বলেন, ‘কবিতা নিঃসন্দেহে দীর্ঘ সাধনার বিষয় এবং নিজেকে সেই সাধনার দিকে ক্রমাগত সপে দেবার প্রত্যয়েই আমি লিখে যাবো।’