• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:৫৯:৩১ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:৫৯:৩১ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

সড়কের বেহাল দশা, ভোগান্তিতে স্থানীয়রা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ বারোবাজার-চৌগাছা ও বারোবাজার-কোটচাঁদপুর  সড়কটি ছোট-বড় গর্তের কারণে এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে রাস্থাটিতে চলাচলকারী স্থানীয়রা।বারোবাজার চৌগাছা কোটচাঁদপুরের একমাএ সংযোগ সড়কটির বেলাট, সাদিকপু্‌র, সাতগাছীয়া, বারেক মোড় পর্যন্ত ৩ কিলোমিটার  সড়ক  দীর্ঘদিন  সংস্কার না করায় কার্পেটিং উঠে গিয়ে বড়-বড় খানাখন্দে পরিণত হয়েছে। এমন অবস্থা গত পাঁচ বছর ধরে।প্রতিদিন গড়ে ৫/৬ শতাধিক অটোরিকশা, মালবাহী ট্রাক ও অন্যান্য ছোট-বড় যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে প্রতিনিয়ত ঘটছে দুঘর্টনা।বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক  রফিকুল ইসলাম বলেন, বারবাজারের পর থেকে ধর্মতলা পর্যন্ত রাস্তা খুবই খারাপ। তারপরও প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ রাস্তা দিয়েই বাধ্য হয়ে চলাচল করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব দ্রুত রাস্তাটির সংস্কারের ব্যবস্থা নেয়ার।ইজিবাইক চালক ফারুক বলেন, যাত্রীদের গালমন্দ আর গাড়ির ক্ষতি মেনেই এ পথ দিয়ে গাড়ি চালাতাম। কিন্তু গত ২ মাসধরে খুবই খারাপ অবস্থা, তাই ও পথে আর ইজিবাইক চলাচ্ছি না।এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন সড়কটি আর সি আই পি প্রকল্পে দেওয়া হয়েছে, অনুমোদন হলে আশা করছি খুব তাড়াতাড়ী সড়কটির কাজ শুরু হবে।