• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ দুপুর ০১:২৫:৪৩ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ দুপুর ০১:২৫:৪৩ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

শরীয়তপুরে শিক্ষার্থীদের কালো পতাকা মিছিল

শরীয়তপুর প্রতিনিধি: গাজীপুরে শিক্ষার্থী মো. কাশেমের মৃত্যুর ঘটনায় বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শরীয়তপুরে কালো পতাকা মিছিল এবং মোটরসাইকেল শোডাউন করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে শরীয়তপুরের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে জাতীয় নাগরিক কমিটি শরীয়তপুর সদর উপজেলা শাখার ১নং প্রতিনিধি মোক্তার হোসেন সবুজ তালুকদার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার আহবায়ক ইমরান আল নাজিরের নেতৃত্বে শহরে একটি মিছিল ও শোডাউন বের করা হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলারসদস্য সচিব সাজ্জাদ হোসেন শোভন, মুখ্য সংগঠক আমিন মোহাম্মদ জিতুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।জাতীয় নাগরিক কমিটি শরীয়তপুর সদর উপজেলা শাখার ১নং প্রতিনিধি মোক্তার হোসেন সবুজ তালুকদার বলেন, ‘যারা শিক্ষার্থীদের হত্যা করে তাদের বাংলাদেশে কোনো ঠাঁই নাই। এই পবিত্র মাটিতে তাদের কোনো জায়গা দেওয়া হবে না। আমারা ঐক্যবদ্ধ হয়েছি, সামনে এগিয়ে যাবো। পতিত স্বৈরাচারী শেখ হাসিনার দল আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে।’বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার আহবায়ক ইমরান আল নাজির বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ কোনোভাবেই এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা অতিদ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে দেশকে কলংক মুক্ত করুন।