সিলেটে কিডনি হাসপাতাল উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটের বিত্তবান মানুষের সহায়তা ও ব্র্যাকের আর্থিক অনুদানে প্রতিষ্ঠিত কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। এই উদ্যোগে সুবিধাবঞ্চিতরা সবচেয়ে বেশি উপকৃত হবে বলে জানান তিনি।১১ জানুয়ারি শনিবার সিলেটের নাজিরের গাঁওয়ের বাদাঘাট রোড এলাকায় নতুন প্রতিষ্ঠিত কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তিনি হাসপাতালের উদ্বোধন ঘোষণা করেন।উদ্বোধনী বার্তায় তিনি বলেন, এই হাসপাতাল গড়ার পিছনে যারা সংযুক্ত আছে সবাই আমার পরিচিত। এই হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগকে আমি স্বাগত জানাই।তিনি বলেন, এই ১৫০ শয্যার হাসপাতাল বিশেষ করে ভূমিকা রাখবে সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায়। ২০১৮ সাল থেকে তারা একটি ভাড়া ভবনে কিডনি রোগিদের চিকিৎসা দিয়ে আসছিলেন। পাশাপাশি অন্য রোগীদেরও চিকিৎসা দিয়েছেন।ভবিষ্যতে হাসপাতাল পরিদর্শনে আসার ইচ্ছার কথাও জানান প্রধান উপদেষ্টা।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুরশিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।