স্বামীকে মারতে কিশোর গ্যাং ভাড়া, গ্রেফতার ৪
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর প্ররোচনায় স্বামীকে মারতে কিশোর গ্যাংয়ের হামলার অভিযোগ পাওয়া গেছে।১৭ মার্চ সোমবার রাতে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের আজিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করে। পরে পুলিশ আটকদের উদ্ধার করে।ভুক্তভোগী মো.আসাদ মিয়া উপজেলার দূর্লভপুর গ্রামের নায়েব আলীর ছেলে। আটকরা হলেন- আসাদ মিয়া ছেলে আরিব (১৭), শ্রীপুর গ্রামের ওয়াদ্দাদা দিঘী পাড় এলাকার রতন মিয়া ছেলে মো. জাহিদ (১৭), সাতখামাইর গ্রামের জহিরুল ইসলামের ছেলে জিহাদ (১৭), টেংরা গ্রামের হাবিজ উদ্দিনের ছেলে মারুফ (১৮)।স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে নয়টারদিকে ১২-১৫ জনের কিশোর গ্যাং সাতখামাইর রেলস্টেসনে আসাদের উপর হামলা চালায়। হামলাকারীরা তার নিকট থেকে ৩ হাজার ৭০০টাকা ছিনিয়ে নেয়। বেধরক মারপিট করতে থাকে। আসাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ধাওয়া করে চার কিশোরকে আটক করে। খবর পেয়ে মধ্যরাতে পুলিশ ঘটনাস্থল থেকে আটক কিশোর গ্যাং সদস্যদের উদ্ধার করে।আসাদ মিয়া অভিযোগ করে বলেন, তার প্রথম স্ত্রী পারুল তাকে ছেড়ে বিদেশ চলে যায়। এক বছর পর তিনি শিউলীকে দিত্বীয় বিয়ে করেন। দুই বছর পূর্বে প্রথম স্ত্রী দেশে ফিরে অশান্তি শুরু করে। বৃদ্ধা মাসহ তাকে বাড়ি থেকে বেড় করে দেয়। প্রথম স্ত্রী বিভিন্ন সময় তাকে দেখে নেয়ার হুমকী দিতো। সোমবার সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। এতেক্ষিপ্ত হয়ে পারুল আসাদকে সাইজ করার পরিকল্পনা করে। তার বোনের ছেলে জিহাদকে মারপিটের দায়ীত্ব দেয় পারুল। ছেলে আবির ও জিহাদ স্বরণাপন্ন হয় কিশোর গ্যাং লিডার জাকারিয়ার সাথে। পূর্ব পরিকল্পনা মতো সোমবার রাত সাড়ে নয়টার দিকে সাতখামাইর বাজারে যাচ্ছিলেন আসাদ। পথে কিশোর গ্যাং তার উপর হামলা করে। টাকা ছিনিয়ে নিয়ে বেধরক মারপিট করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।আটক জিহাদ জানান, তার খালা পারুল তাকে দায়ীত্ব দিয়ে ছিল খালুকে মারতে। সে জন্য জাকারিয়ার নেতৃত্বে ১২-১৫ জন মিলে আসাদের উপর হামলা করে।অভিযুক্ত পারুল জানান, স্বামীর নির্যাতনে তিনি সামান্য সাইজ করতে চেয়েছিলাম । মারপিট করতে চাননি।বরমী ইউনিয়ন পরিষদের সদস্য রনি আকন্দ জানান, কিশোর গ্যাং আসাদের উপর হামলা করেছিল। হামলায় জড়িত আসাদের ছেলে আবিরসহ চার জনকে স্থানীয়রা আটককরে পুলিশে সোপর্দ করেছে।শ্রীপুর থানা পরিদর্শক (তদন্ত)শামীশ আক্তার জানান, এবিষয়ে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন।