• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আশ্বিন ১৪৩১ বিকাল ০৫:৫৯:১৩ (20-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আশ্বিন ১৪৩১ বিকাল ০৫:৫৯:১৩ (20-Sep-2024)
  • - ৩৩° সে:

শৈলকুপায় সাড়ে ৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে কীটনাশক বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: ‘মানুষ-পৃথিবী এবং সমৃদ্ধির লক্ষ্যে আসুন আমরা একতাবদ্ধ হই’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে সাড়ে ৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে কীটনাশক বিতরণ করা হয়েছে।২০ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে শৈলকুপা উপজেলার বারইপাড়া-হাবিবপুর গ্রামের মাঠে এ কীটনাশক বিতরণ করা হয়।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাঈদ, মুগ্ধ ও ইয়াসিনের স্মরণে গঠিত ‘এস এম ওয়াই’ ফাউন্ডেশনের পক্ষ থেকে ধানের মাজরা পোকা দমনের জন্য এ কর্মসূচি হাতে নেওয়া হয়। সেসময় ফাউন্ডেশনের উপদেষ্টা রোকনুজ্জামান রোকন, কর্মকর্তা মাওলানা ইউনুস আলীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।আয়োজকরা জানায়, ওই এলাকার কৃষকদের আবাদকৃত ধানের মাজরাপোকা দমনের জন্য সাড়ে ৮ হাজার কৃষকের মাঝে পদ্মা অয়েল কোম্পানির ওষুধ বিতরণ করা হয়। বিতরণকৃত কীটনাশক দিয়ে ওই এলাকার ৫৬ হাজার শতক জমিতে প্রয়োগ করা যাবে বলেও জানান তারা।