• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই চৈত্র ১৪৩১ দুপুর ০১:৪৬:৩০ (31-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৭ই চৈত্র ১৪৩১ দুপুর ০১:৪৬:৩০ (31-Mar-2025)
  • - ৩৩° সে:

দৌলতপুর সীমান্তে মাদক কারবারিকে কুপিয়ে জখম

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে আল আমিন (২৬) নামে এক মাদক কারবারিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।২৭ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর কলোনী এলাকায় হামলার এ ঘটনা ঘটে।আহত আল আমিন জামালপুর গ্রামের বাসিন্দা।স্থানীয়রা জানায়, মাদক ব্যবসায়ী আল আমিন জামালপুর কলোনী এলাকায় গেলে মাদক কারবার সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ মাদক কারবারি মিনারুলের ছেলে আলামীন তাকে ধারাল অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে।মাদক কারবারীর ওপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।