• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:২৭:২০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:২৭:২০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

গাজীপুরে রিসোর্ট থেকে কুমির উদ্ধার

গাজীপুর মহানগর প্রতিনিধি: গাজীপুরের পাখির স্বর্গ রিসোর্ট থেকে অবৈধভাবে আটক করে রাখা একটি নোনা পানির কুমির উদ্ধার করেছে বন বিভাগ।৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১টা থেকে দুইটা পর্যন্ত অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করেন বন বিভাগ। পাখির স্বর্গ রিসোর্টটি গাজীপুর মহানগরীর নীলের পাড়ায় অবস্থিত।গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, গাজীপুর মহানগরীর নিলের পাড়া এলাকায় পাখির স্বর্গ রিসোর্টে কুমিরটি নিয়ম-নীতি বহির্ভূতভাবে লালন-পালন করা হচ্ছিল। এমন খবর পেয়ে মঙ্গলবার সকালে অভিযান চালানো হয়।দুপুরে কুমিরটি উদ্ধার করার পর বিকালে সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে। এটি সল্ট ওয়াটার প্রজাতির কুমির। যার বয়স হবে ৮ থেকে ৯ বছর, এটি মাদি কুমির। কুমিরটি উদ্ধারকালে মালিক পক্ষের কেউ উপস্থিত ছিলেন না। তবে জানা গেছে, পাখির স্বর্গ নামের এই রিসোর্টটির মালিক হলেন জাসদ নেতা অসম আবদুর রব।