• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৮:৩১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৮:৩১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

আমেরিকায় আটলান্টিক সিটির কাউন্সিলম্যান হলেন কুমিল্লার মামুন

কুমিল্লা প্রতিনিধি: আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান হিসেবে শপথ নিলেন বাংলাদেশি আমেরিকান মো. মোমিনুল হক মামুন। ১৮ সেপ্টেম্বর বুধবার কাউন্সিলম্যানের শপথ গ্রহণের মাধ্যমে পঞ্চম ওয়ার্ডের প্রথম বাংলাদেশি আমেরিকান হিসেবে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন।এর আগে, ওই ওয়ার্ডে কখনোই কোনো বাংলাদেশি নির্বাচিত হননি। তবে এই সিটি কাউন্সিলে চতুর্থ ওয়ার্ডে কাউন্সিলম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন আরেক বাংলাদেশি মো. হোসাইন মোর্শেদ।কুমিল্লা জেলার সদর উপজেলার বারোপাড়া গ্রামের বাসিন্দা মামুনের বাবার নাম মরহুম জয়নাল আবেদীন ও মাতার নাম সালেহা বেগম। মামুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৬তম ব্যাচের ছাত্র ছিলেন এবং তিনি রাজনীতি বিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন। ৫৩ বছর বয়সী মামুন ২০০৮ সালে অভিবাসীর মর্যাদায় আমেরিকায় এসেছেন। বর্তমানে তিনি আটলান্টিক কাউন্টি গভর্নমেন্টের অধীনে কর্মরত।বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সদস্য মো. মোমিনুল হক মামুন শপথ গ্রহণের পর এই প্রতিবেদককে বলেন, কাউন্সিলম্যান হিসেবে তিনি নগরীর পঞ্চম ওয়ার্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিসহ অন্য সকল কমিউনিটির লোকজনের সার্বিক কল্যাণে আত্মনিয়োগ করবেন। তিনি তার নতুন দায়িত্ব যাতে সৎ, নিষ্ঠা ও যোগ্যতার সাথে পালন করতে পারেন, সেজন্য সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।কাউন্সিলম্যান মো. মোমিনুল হক মামুন শপথ নেওয়ার পরই সিটি হলে অতিথি হিসেবে আসা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহিদ খান ও সাধারণ সম্পাদক সোহেল আহমদ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরি প্রমুখ অভিনন্দন জানিয়েছেন।