• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ০৯:৪৯:৪২ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ০৯:৪৯:৪২ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা

খুলনা ব্যুরো: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন।কুয়েটের চলমান পরিস্থিতিতে ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়। আজ ২৬ ফেব্রুয়ারি বুধবার ভোর থেকেই শিক্ষার্থীদের বেশিরভাগ হল ছেড়েছেন।অপরদিকে, হল ছাড়ার নির্দেশনা দেবার পর মঙ্গলবার রাতে ভিসিকে তার বাসভবন ত্যাগের আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। একই সাথে রাত ৯টা থেকে ক্যাম্পাসে দুর্বার বাংলার পাদদেশে বিক্ষোভ করেন তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ সকাল থেকে বিক্ষোভ করার কথা থাকলেও আন্দোলনরত শিক্ষার্থীদের কাউকে ক্যাম্পাসে দেখা যায়নি। ফলে নিরাপত্তার স্বার্থেই হল ত্যাগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়। এ ঘটনার প্রতিবাদে ভিসি, প্রো-ভিসিসহ তিন কর্মকর্তার পদত্যাগসহ ৬ দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।