পীরগঞ্জে আলু চাষিদের নিয়ে মাঠ দিবস
পীরগঞ্জ (ঠাকুরগাঁ) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানসম্মত আলুবীজ উৎপাদনের লক্ষ্যে চাষিদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।১২ ফেব্রুয়ারি বুধবার দুপুরে বাদশা সীড অ্যান্ড কোম্পানির আয়োজনে চাপড়াগঞ্জ বাজারে বোচাগঞ্জ এলাকার আলু চাষিদের নিয়ে এই মাঠ দিবস হয়।মাঠ দিবসে উপস্থিত ছিলেন বাদশাসীড অ্যান্ড কোম্পানির মালিক ইকবাল মহামুদ, কোম্পানির সমন্বয়কারী মামুনুর রশিদ সুমন, প্রোডেশন ম্যানেজার আব্দুল করিম, কোম্পানির অফিসার সোহেলরানা, কৃষক জুয়েল চৌধুরী, ডিলার ফিরোজ মোল্লাসহ আরো অনেকে।সভায় কৃষক ও ডিলারদের ডায়মন্ড এস্টারিক্স বাড়ি ও ৮৬ এলুয়েট আগাম জাতের সানসাইন মিউজিকালাল আলুর বীজ উৎপাদন বিষয় পরামর্শ প্রদান করা হয়।