• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ০৮:০৪:১২ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ০৮:০৪:১২ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

মন্ত্রণালয়ের পর এবার বাঞ্ছারামপুর কৃষি অফিসে রহস্যজনক আগুন, পুরে গেছে নথিপত্র

ব্রাক্ষণবাড়িয়া (দক্ষিণ) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা কৃষি অফিসে ৬ জানুয়ারি সোমবার সকালে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মূল ভবনের ২য় তলার দুটি কক্ষে থাকা গুরুত্বপূর্ণ সরকারি নথি, ল্যাপটপ, আসবাবপত্রসহ স্টোরেজের কিছু কাগজ পুড়ে গেছে। সকাল ৮টা ১৫ মিনিটে আগুন লাগে।পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে। ফলে উল্লেখ করার মতো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মুজিবুর রহমান খন্দকার।ঘটনা জানতে চাইলে কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, সোমবার সকাল সোয়া ৮টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। অগ্নিকাণ্ডের স্থান মূল ভবনের ২য় তলার দুটি কক্ষে বেশ কিছু জায়গায় কিছু পুরোনো কাগজপত্র ও কার্টুন ছিল। খুব দ্রুতই ফায়ার সার্ভিসের টিম এসে পানি ছিটিয়ে তা নিভিয়ে ফেলে। তবে, বেশ কিছু রেকর্ড পত্রসহ অফিসিয়াল সামগ্রী ধ্বংস হয়ে গেছে।বেশ কিছুদিন ধরে সংবাদমাধ্যমে কৃষি অফিসের দুর্নীতি নিয়ে খবর প্রকাশ হওয়ার পর অভিযুক্ত কয়েকজনকে নিয়ে অনিয়মের অভিযোগের প্রেক্ষিত ও তা ধামাচাপা দেয়ার জন্য কী আগুনের ঘটনা ঘটতে পারে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনোকিছু উড়িয়ে দেয়া যায় না। আমরা সিসিটিভি পর্যবেক্ষণ করছি। থানায় জিডি করা হয়েছে এবং তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটি অগ্নিকাণ্ডের রহস্য বের করবে।বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলামকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩ কার্যদিবসে তারা কারণ উদঘাটন করতে পারবে বলে আশা করি। তখন বুঝা যাবে এটি কি দুর্ঘটনা নাকি নাশকতা তা খুঁজে বের করতে হবে।