• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৪৭:২৩ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৪৭:২৩ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

তোপের মুখে সরিয়ে নেয়া হলো বিতর্কিত সেই কোকাকোলার বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: যুদ্ধবিদ্ধস্ত ফিলিস্তিনে ইসরায়েলের অমানবিক হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে ইহুদি এই দেশটির পণ্য কোকাকোলা বয়কটের ডাক দিয়েছে। সেই তালিকায় রয়েছে বাংলাদেশের সাধারণ জনগণও।এবার কোকের একটি বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠে ব্যাপক সমালোচনার ঝড়। সেই ঝড় সামলাতে না পেরে ইতোমধ্যেই বিজ্ঞাপনটি কোকাকোলা তাদের ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নিয়েছে।১১ জুন মঙ্গলবার দুপুরের পর থেকে এটি আর দেখা যাচ্ছে না।তবে এ বিষয়ে কোকাকোলা বাংলাদেশের পক্ষ থেকে কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।এদিকে বিজ্ঞাপনটিতে অভিনয় করে তোপের মুখে পড়েছেন অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা ও আব্দুল্লাহ আল সেন্টু। ক্ষমা চেয়ে তারাও জানিয়েছেন নিজেদের অবস্থানের কথা।