গাজীপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ২ আহত ১০
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরতর আহত অবস্থায় আরও ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।৪ আগস্ট শুক্রবার সকাল ৭টার দিকে কোনাবাড়ী বাইমাইল সাইনবোর্ড এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন নীলফামারী সদর থানার দারোয়ানী গ্রামের রাশিদুল ইসলামের ছেলে শাহ আলম (৩০) ও মো. জুয়েল রানা(৩০)। তাঁরা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে কর্মরত ছিলেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টা সময় কাশিমপুর চক্রবর্তী থেকে ছেড়ে আসা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পিকনিকের একটি হাইস গাড়ি নিকলী হাওরের উদ্দেশ্য গাজীপুরের দিকে যাচ্ছিল। হঠাৎ গাড়িটি কোনাবাড়ী থানাধীন বাইপাইল সাইনবোর্ড পৌঁছালে চাকা ব্রাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পার্কিং করা কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এসময় গাড়ির পেছনের সিটে বসা শাহ আলম ঘটনাস্থলেই মারা যায়। জুয়েল রানাকে উদ্ধার করে প্রথমে কোনাবাড়ী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কেএম আশরাফ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।