কোরআন পোড়ানোর প্রতিবাদে ববিতে মানববন্ধন
ববি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।১৪ জানুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইটের সামনে এ কর্মসূচি পালন করে তারা। এসময় লোক প্রশাসন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহরাওয়ার্দীর কোরআন তিলাওয়াতে মাধ্যমে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। এসময় ইসলামিক সংগীত পরিবেশন করেন একাউন্টিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুরুল আমিন।মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মাসুম বিল্লাহ’র উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এটিএম রফিকুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসান মাহমুদ, রসায়ন ১৮-১৯ শিক্ষাবর্ষের হাসিবুল হোসেন, রসায়ন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রফিকুল ইসলাম, ইতিহাসের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোশাররফ হোসেন, বাংলা ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আশিক আহমেদ, লোক প্রশাসন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোকাব্বেল শেখ, দর্শন ২০২০-২১ শিক্ষাবর্ষের ইখতেয়ার সায়েম, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান ২০২১-২২ শিক্ষাবর্ষের শাহরিয়ার আহমেদ।জানা যায়, গত ১১ জানুয়ারি দিবাগত রাতে শহীদ জিয়াউর রহমান হল, সৈয়দ আমীর আলী হল, মাদার বখশ হল, শাহ মাখদুম হল, শেরে বাংলা হল, শহীদ হবিবুর রহমান হল ও মতিহার হলে রাতের আঁধারে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে এবং জিয়াউর রহমান হলের দেয়ালে বিজেপির লোগো আঁকা হয়েছে।