• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ১২:৪৯:৫১ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ১২:৪৯:৫১ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদে কেবি কলেজে মানববন্ধন

বাকৃবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সংলগ্ন কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজের শিক্ষার্থীরা।১৫ জানুয়ারি বুধবার দুপুরে কেবি কলেজ মাঠে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কেবি কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং তিন শতাধিক শিক্ষার্থী।মানববন্ধনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে কেবি কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান বলেন, ‘আমার দেশ, সকলের দেশ। আমরা এখানে মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান সবাই সম্প্রীতির পরিবেশে বসবাস করি। এই সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ন্যাক্কারজনক কাজ হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’তিনি আরও বলেন, ‘সূরা হিজরের উদ্ধৃতির মাধ্যমে আল্লাহ কোরআন সংরক্ষণের দায়িত্ব নিজে নিয়েছেন। কেয়ামত পর্যন্ত কোরআন অবিকৃত থাকবে। কয়েকটি কাগজের কপি পুড়িয়ে কোরআনকে ধ্বংস করা সম্ভব নয়। এটি পৃথিবীর কোটি কোটি হাফেজদের হৃদয়ে গাঁথা রয়েছে।’অধ্যক্ষ আরও বলেন, ‘যারা কোরআন নিয়ে এ নোংরা খেলায় মেতেছে, তাদের প্রতি আমাদের কঠোর সতর্কতা। এ ধরনের কাজ দেশের সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করার চেষ্টা মাত্র। আমরা রাবি কর্তৃপক্ষ ও সরকারের কাছে দাবি জানাই, এসব দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক।’উল্লেখ্য, গত ১১ জানুয়ারি শনিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল, সৈয়দ আমীর আলী হল, মাদার বখশ হল, শাহ মাখদুম হল, শেরে বাংলা হল, শহীদ হবিবুর রহমান হল এবং মতিহার হলে রাতের আঁধারে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। এছাড়াও, জিয়াউর রহমান হলের দেয়ালে বিজেপির লোগো আঁকা হয়।