সোনারগাঁওয়ে ১৪ টন মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের কাচঁপুরে স্টার কোল্ড স্টোরেজ থেকে মেয়াদোত্তীর্ণ ১৪ টন খেজুর জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।১২ মার্চ মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে উপজেলার কুতুবপুর এলাকায় অবস্থিত কোল্ড স্টোরেজে গুদামজাত করা এসব খেজুর জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিদফতর ঢাকা মেট্রোপলিটন কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস সালাম।এ সময় উপস্থিত ছিলেন অধিদফতরের নারায়ণগঞ্জের উপ-পরিচালক মো. সেলিমুজ্জামান। জব্দকৃত খেজুরের আনুমানিক বাজার মূল্য সাড়ে ২৩ লক্ষ টাকা।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জের উপ-পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বিপুল পরিমাণ খেজুরের পুরোটাই মেয়াদোত্তীর্ণ। আমরা অভিযান পরিচালনা করে এসব জব্দ করেছি। এখানকার মালিক আসার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।