শেষ হলো ফুসো গাড়ির সার্ভিস ক্যাম্পেইন
নিজস্ব প্রতিবেদক: সফলভাবে সম্পন্ন হলো র্যানকন ট্রাকস অ্যান্ড বাসেস লিমিটেড আয়োজিত ঢাকায় ফুসো গাড়ির জন্য বিশেষ সার্ভিস ক্যাম্পেইন। ২৯ আগস্ট বৃহস্পতিবার ক্যাম্পেইনটি শেষ হয়।জানা গেছে, গ্রাহকদের মাঝে ক্যাম্পেইনটি ব্যাপক সাড়া ফেলেছে। গ্রাহকগণ তাদের ফুসো গাড়ির জন্য এই সুযোগটি সাদরে গ্রহণ করেছে।এই ক্যাম্পেইন চলাকালীন, গ্রাহকরা তাদের গাড়ির ফ্রি হেলথ চেকআপ সুবিধাসহ স্পেয়ার পার্টসের উপর ৭৫% পর্যন্ত নিশ্চিত ডিস্কাউন্ট উপভোগ করেন। র্যানকন ট্রাকস অ্যান্ড বাসেস লিমিটেড এই ক্যাম্পেইনের মাধ্যমে তাদের গ্রাহকদের প্রতি দায়বদ্ধতা এবং প্রতিশ্রুতি পূর্ণ করার চেষ্টা অব্যাহত রেখেছে।র্যানকন ট্রাকস অ্যান্ড বাসেস লিমিটেড কর্তৃপক্ষ জানায়, তাদের এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল ফুসো গাড়ির গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদান করা। গ্রাহকরা এই সুযোগটি গ্রহণ করেছেন এবং তাদের গাড়ির স্বাস্থ্য পরীক্ষা ও কাঙ্ক্ষিত সেবাটি নিশ্চিত করতে পেরেছে। র্যানকন ট্রাকস অ্যান্ড বাসেস লিমিটেড ভবিষ্যতেও এই ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের আরও ভালো সেবা প্রদান করতে প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তারা।