• ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩১ রাত ০১:৩০:২৪ (23-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩১ রাত ০১:৩০:২৪ (23-Dec-2024)
  • - ৩৩° সে:

রাজধানীর গুলশান ক্লাবের সভাপতি হলেন এম এ কাদের

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও এম এ কাদের (অনু)। আগামী এক বছর অর্থাৎ ২০২৪-২০২৫ মেয়াদে এ দায়িত্ব পালন করবেন তিনি।২১ ডিসেম্বর শনিবার গুলশান ক্লাবের ২০২৪-২৫ সালের বার্ষিক সাধারণ সভা, পরিচালনা পর্ষদের সভাপতি ও পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৫২৩ পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন এম এ কাদের (অনু)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার রশিদ পান ৩৮১ ভোট।নির্বাচনে পরিচালক পদে মেহেদি হাসান ৯৫৮, মাহবুবুল হক সুফিয়ান ৯৪৬, খন্দকার আহসানুজ্জামান ৮৭২, নাফিসা তারান্নুম ৮৬৫, ইঞ্জিনিয়ার জাহিদ হোসাইন ৮৬০, মেহজাবীন ভুঁইয়া ৮৫৫, মো. আরাফাতুর রহমান আপেল ৮৩৯, ইঞ্জিনিয়ার মো. মেহেদি হাসান ৮২২, নভেরা আয়েশা জামান ৭৮৪ এবং মেহেদি মালেক সজীব ৭৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন।উল্লেখ্য, ১৯৭৮ সালের ডিসেম্বর মাসে স্থানীয় ব্যক্তিদের উদ্যোগে গুলশান ক্লাব প্রতিষ্ঠিত হয়। পরে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে গুলশান ক্লাব লিমিটেড নামে এটি নিবন্ধিত হয়। কিছু ব্যতিক্রম ছাড়া সাধারণত রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা এলাকার বাসিন্দাগণই এ ক্লাবের সদস্য।