• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ১২:৪৭:১৬ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ১২:৪৭:১৬ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

ফটিকছড়িতে বন বিভাগের জমি উদ্ধার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে দখলকৃত প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের বন বিভাগের জায়গা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।২২ জানুয়ারি বুধবার সকাল থেকে উপজেলার লেলাং ইউনিয়নের কৃষ্ণনগর মোজার আরএস ৩১নং দাগের ৫২ শতক জায়গা উচ্ছেদ অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়। এ ব্যাপারে প্রবাসী মোজাহেরের প্রজেক্ট ম্যানেজার সিরাজুল ইসলাম নামে বন বিভাগ আইনে দুটি মামলা করা হয়েছে।উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী। এ সময় উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জয়নাল আবেদীন, নাজিরহাট রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম, সত্তা বিট অফিসার রবিউল ইসলাম, ফরেস্ট গার্ড লতিফুর রহমানসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।এ অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন ফটিকছড়ি থানা পুলিশ।