• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ রাত ১২:০২:১৪ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ রাত ১২:০২:১৪ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

দেশে আর কোনো স্বৈরাচার আসবে না: খায়রুল কবির খোকন

সাজেদুল হক প্রান্ত, নরসিংদী প্রতিনিধি: দেশে আর কোনো স্বৈরাচার ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।২৪ মার্চ সোমবার দুপুরে নরসিংদী পৌর এলাকার তরোয়া হযরত কাবুল শাহ্ মাজার প্রাঙ্গণে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ কালে এ মন্তব্য করেন তিনি।তিনি বলেন, ‘আর কেউ যেন নতুন করে সাধারণ মানুষের সম্পদ লুটপাট না করতে পারে। আগামী দিনে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হলে এই সমস্যা দূর হবে। এ দেশের দরিদ্র মানুষের কীভাবে ভাগ্যের পরিবর্তন করা যায় সেদিকে সকলকে নজর দিতে হবে।’তিনি আরও বলেন, আমাদের দেশে যে ধনী-গরিবের যে বৈষম্য বেড়েছে এ জন্য দুর্ভোগও বহুগুণে বেড়েছে। দেশের সমস্ত সম্পদ লুটপাট করে দেশের বাইরে পাচার করেছে স্বৈরাচার সরকার। দেশের একটি ঐতিহাসিক গণ‌অভ্যুত্থানের মধ্য দিয়ে গত ৫ আগস্টে স্বৈরাচার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পালিয়ে যাওয়ার মাধ্যমে দেশে যে একটি মুক্ত পরিবেশ এই মুক্ত পরিবেশে আর কোনো স্বৈরাচার আসবে না। এ দেশের সম্পদ যেন লুটপাট না করতে পারে। এ দেশের সাধারণ মানুষ, দুঃখী-দরিদ্র, কৃষক-শ্রমিক তারা যেন সুখে-শান্তিতে থাকতে পারে এজন্য  তাদের পাশে দাঁড়াবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় প্রায় দেড় হাজার দরিদ্র পরিবারের মাঝে নতুন শাড়ি ও লুঙ্গি ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়।নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইউম মোল্লা,এসময় আরও উপস্থিত ছিলেন- নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক  দেলোয়ার হোসেন দুলাল, আওলাদ হোসেন মোল্লা ও  সারোয়ার হোসেন ভূঞা (ঝন্টু) সহ নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকবৃন্দ।