খুলনায় শিক্ষার্থীদের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ
খুলনা ব্যুরো: খুলনা সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পরিবহন শ্রমিকদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করেছে।সোনাডাঙ্গা থানা পুলিশের ওসি-তদন্ত হাওলাদার সানওয়ার মাসুম জানান, গোপালগঞ্জ থেকে রাজীব পরিবহনের বাস করে খুবির এক শিক্ষার্থী খুলনায় আসছিলেন। ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে ওই শিক্ষার্থীকে লাঞ্ছিত করে বাস শ্রমিকরা। বিষয়টি ওই শিক্ষার্থী অন্য ছাত্রদের জানালে তাকে ছাড়িয়ে নিতে বাসস্ট্যান্ডে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।