• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ দুপুর ০২:৫০:৫১ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ দুপুর ০২:৫০:৫১ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে গেল খুবি

খুলনা প্রতিনিধি: গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়া থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা পদ্ধতিতে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) কর্তৃপক্ষ। ১৮ ডিসেম্বর বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তি বলা হয়, ২০২১ অথবা ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাদের ফলাফল খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করবে। তারাই ২০২৪- ২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০১৯ অথবা ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আগামী ১০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার আবেদন চলবে।ভর্তি পরীক্ষা ইউনিট ভিত্তিক এ, বি, সি ও ডি ইউনিটে অনুষ্ঠিত হবে। সি ইউনিটের কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন শিক্ষা ও চারুকলা স্কুলের ১৭ এপ্রিল, এ ইউনিটের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ১৮ এপ্রিল ও বি ইউনিটের জীব বিজ্ঞান স্কুলের ১৮ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।এর আগে, ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব স্কুলের ডিন ও ডিসিপ্লিনের প্রধানদের এক মতবিনিময় সভায় গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফেরার দাবি তুলছিলেন। গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে একক ভর্তি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে গণস্বাক্ষর গ্রহণ করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।