হাসিনার ভূমিকায় কেউ যদি অবতীর্ণ হয় তাহলে তাকেও ছাত্র-জনতা হটাবে: শাকিল উজ্জামান
টাঙ্গাইল প্রতিনিধি: বৈষম্যেবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও উচ্চতর সদস্য শাকিল উজ্জামান বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অলিখিত একটি অঙ্গরাজ্য বানিয়েছিল। সে ছিল ভারতের সোনার ডিম পাড়া হাঁস। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা যখন পালিয়ে গেল তখন বাংলাদেশকে নিয়ে ভারত নানা ষড়যন্ত্র করছে। এই স্বৈরাচার শেখ হাসিনা ফ্যাসিবাদের দ্বারা গণঅধিকার পরিষদের অনেক নেতাকর্মী জেল-জুলুম-নির্যাতনের শিকার হয়েছে।শাকিল উজ্জামান বলেন, পালিয়ে থেকে শেখ হাসিনার প্রেসক্রিপশনে দেশে এখনো আওয়ামী দোসররা যেখানে ছিল তারা এখনো বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে, দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করে যাচ্ছে। এদেশে ছাত্র-জনতা ও শ্রমিক গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারকে যেভাবে হটিয়েছ এখনো যদি কেউ ফ্যাসিবাদে অবতীর্ণ হয় তাদেরকেও সেইভাবে হটানো হবে।১৪ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত গণঅধিকার পরিষদ (জিওপি) উপজেলার শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মনিরুজ্জামান মিয়া, সহ-সভাপতি রুবেল খান, সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম তরুণ, মসিউর রহমান, রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সরকার, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক হৃদয় খান প্রমুখ।