• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪৮:১২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪৮:১২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

‘গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করবে তরুণ নেতৃত্ব’

সিলেট প্রতিনিধি: তরুণ নেতৃত্বই দেশে সুষ্ঠু গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে পারে বলে মত দিয়েছেন সিলেটের এক আলোচনা সভায় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী, রাজনীতিবিদ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেন, নাগরিক অধিকার, নিরপেক্ষ ভোটাধিকার ও বৈষম্যহীন দেশ গঠনে তরুণদের জাগরণী শক্তিকে পুঁজি করে এগিয়ে যাওয়ার বিকল্প নেই। ১১ নভেম্বর সোমবার দুপুরে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে ‘আইনের শাসন ও গণতন্ত্রে আগামী বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। ইউএসএআইডি’র অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের আওতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির সহ সভাপতি সামিয়া চৌধুরী বলেন, ‘নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই হলো আইনের শাসনের মূল কথা। আগামীর বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে গণতন্ত্রকে সুদৃঢ় করতে হবে।’বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট ব্যুরো প্রধান সেলিম আউয়াল বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও সুসংহত করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সুশাসন কায়েম করতে তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়ার প্রতি জোর দিয়ে তিনি বলেন, ‘তরুণ প্রজন্ম দেশকে নিয়ে নতুনভাবে কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছে। তাই দেশের সার্বিক কল্যাণে তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দিতে হবে।’এসময় সিলেট জেলা মহিলা দলের সভাপতি তাহসীন শারমিন তামান্না বলেন, আগামীতে সুন্দর বাংলাদেশ গড়তে সর্বক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দিতে হবে। এছাড়া, সমান সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে নারী সমাজকে এগিয়ে আসার ক্ষেত্র তৈরী করতে হবে। ইউএসএআইডির স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের মাধ্যমে সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় আলোচনা, নাট্য প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পরিচালনা করছে। ক্যাম্পেইনটির আওতায় www.amiojittechai.com ওয়েবসাইটের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে নাগরিকদের দাবি ও মতামত।অনুষ্ঠানে আলোচনা সভা ছাড়াও ইন্টারেক্টিভ থিয়েটার, কুইজ ও ভিডিও মেসেজ প্রতিযোগিতা এবং ক্যাম্পেইনের রিল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় অংশগ্রহণকারীরা তাদের নাগরিক অধিকার বিষয়ক দাবি, মতামত, প্রত্যাশা ও সমকালীন বিভিন্ন ইস্যুতে তাদের সমাধান তুলে ধরেন। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আলোচনা সভায় বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, এই দেশ গঠনের দায়িত্ব আমাদের সকলের। কোথাও কোনো অন্যায়-অবিচার দেখলে আমরা নিজ অবস্থান থেকে কথা বলবো, প্রতিবাদ করবো। সেইসঙ্গে, সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় নিরপেক্ষ ভোটাধিকার ও নির্বাচিত সরকারের গুরুত্বও তুলে ধরেন তারা।ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার নাইমুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক সাবেরা সুলতানা, মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজি, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও মহানগর বিএনপি নেতা মুকুল আহমদ মোর্শেদ।