• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ বিকাল ০৫:৫৪:২৯ (01-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ বিকাল ০৫:৫৪:২৯ (01-Apr-2025)
  • - ৩৩° সে:

‘চলমান রাঙ্গুনিয়া’ পত্রিকার মোড়ক উন্মোচন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার স্থানীয় পত্রিকা পাক্ষিক 'চলমান রাঙ্গুনিয়া'র উদ্বোধনী সংখ্যার মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২৬ মার্চ বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পত্রিকার মোড়ক উন্মোচন করেন উপজেলা পরিষদ প্রশাসক ও ইউএনও মাহমুদুল হাসান।এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার, রাঙ্গুনিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সাংবাদিক শান্তি রঞ্জন চাকমা, পাক্ষিক চলমান রাঙ্গুনিয়া পত্রিকার সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, নির্বাহী সম্পাদক জগলুল হুদা, সংবাদকর্মী দেলোয়ার হোসেন প্রমুখ।পরে বিকেলে উপজেলার মরিয়মনগর চৌমুহনি দি দাওয়াত রেস্টুরেন্টে চলমান রাঙ্গুনিয়া পত্রিকার আয়োজনে ইফতার মাহফিল ও প্রকাশনা অনুষ্ঠানে অতিথি ছিলেন রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার।এসময় চলমান রাঙ্গুনিয়া পত্রিকার সম্পাদক আব্বাস হোসাইন আফতাবের সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক পান্থনিবাস বড়ুয়া, ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ জাহেদুর রহমান, যুগান্তর স্বজন সমাবেশ রাঙ্গুনিয়ার সভাপতি সনজীব সুশীল, সাধারণ সম্পাদক রবিউল মোস্তফা মুন্না, প্রথম আলো রাঙ্গুনিয়া বন্ধুসভার সভাপতি এম মোরশেদ আলম, সাধারণ সম্পাদক সুজন কান্তি দাশ, স্বেচ্ছাসেবী সংগঠক ব্যবসায়ী মাহাবুবুল আলম সিকদার প্রমুখ।