• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৯:১৩:২৯ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৯:১৩:২৯ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

যারা রগ কাটে ছাদ থেকে ফেলে দেয়, তারাই মানবতাবিরোধী: গণশিক্ষা প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, শ্রীপুর: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি বলেছেন, যারা রগ কাটে, ছাদ থেকে ছুড়ে আমাদের দলীয় কর্মীদের ফেলে দেয়; তারাই মানবতাবিরোধী। তাদের পরিচয় নতুন করে দিতে চাই না। মানবতাবিরোধী কোন কাজই মানুষের উপকারে আসে না। এসব কাজ দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র।৩১ জুলাই বুধবার গাজীপুরের শ্রীপুরে সাড়ে তেরো কোটি টাকার পৃথক চারটি প্রকল্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, যারা নাশকতা করছে, তারা রাষ্ট্রের ক্ষতি করার জন্যই করছে। রাষ্ট্রটাকে ধ্বংস করার চেষ্টা বাবার করে যাচ্ছে। দেশ বাঁচাতে আমাদের সবাইকে মিলেমিশে নাশকতা রোধ করতে হবে।তিনি বলেন, এসব কোমলমতি শিশুদেরকে টার্গেট করেই তারা অপকর্মগুলো করে থাকে। ওরা ছাত্রদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে।বুধবার বিকেলে প্রতিমন্ত্রী টুসি দিনব্যাপী ব্যস্ত সময় পার করার পাশাপাশি এসব প্রকল্পের উদ্বোধন করেন। একই দিনে তিনি গাজীপুর সদর উপজেলার পৃথক তিনটি স্থানে গাছের চারা বিতরণ, সর্বজনীন পেনশন উদ্বুদ্ধকরণ সভা, দুস্থ:দের মাঝে  খাদ্য ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন এবং শ্রীপুরে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াজ আহাম্মদ বাবু, শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ মো. আনিছুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আশরাফুল ইসলাম (সজীব), শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন রানা, সাবেক শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকুসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।