গলাচিপায় ৫৫ কেজি গোশতসহ গরু চোর আটক
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় চুরি করা গরুর ৫৫ কেজি গোশতসহ এক চোরকে আটক করেছে পুলিশ।২৫ জানুয়ারি শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ডাকুয়া ইউনিয়নের পাড় ডাকুয়া গ্রামের মনির মৃধার বাড়ি থেকে একটি গরু চুরি হয়।এ বিষয়ে মনির মৃধা বাদী হয়ে গলাচিপা থানা একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশাদুর রহমানের দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ বেল্লালের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে চিকনিকান্দী ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাহজাহান হাওলাদারের ছেলে মামুন হাওলাদারকে আটক করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গরু চুরির ঘটনা স্বীকার করে এবং তার ঘর থেকে চুরি হওয়া গরুর ৫৫ কেজি গোশত উদ্ধার করা হয়।এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশাদুর রহমান।