• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৩৫:১৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৩৫:১৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ঢাক-ঢোলের তালে তালে অনুষ্ঠিত হলো গরু দৌড় প্রতিযোগিতা

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাক-ঢোলের তালে তালে অনুষ্ঠিত হলো গরুর দৌড় প্রতিযোগিতা, যা দেখতে ভিড় জমিয়েছিল লাখো মানুষ৷ এমন ঐতিহ্যের প্রতিযোগিতা প্রায় শত বছরের বেশি সময় ধরে টিকে আছে গ্রামবাংলায়।১৪ ফেব্রুয়ারি বুধবার সরস্বতী পূজা উপলক্ষে প্রতিবারের মতো এবারও ঢাকার নবাবগঞ্জের বিলপল্লী সবুজ সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো গরু দৌড় প্রতিযোগিতা৷বিকেল জুড়ে গরু দৌড় দেখতে মাঠের চারপাশে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। দূরদূরান্ত থেকে ৩০টিরও বেশি গরু অংশ নেয় প্রতিযোগিতায়৷ অংশগ্রহণকারী সব গরু মালিককে দেয়া হয় এলইডি টেলিভিশনসহ অনান্য আকর্ষণীয় পুরস্কার।গরু দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে মাঠের আশপাশে বসে গ্রামীণ মেলা৷ মেলায় হরেক রকমের খাবারের দোকানও বসে৷ দোকানগুলোতে বেচাকেনাও হয়ে বেশ৷ আগত দর্শনার্থীরা গরু দৌড় দেখে বাড়ির জন্য কিছু না কিছু খাবার নিয়ে যান৷ এছাড়া অনেককেই বন্ধুবান্ধব নিয়ে মেলার ঐতিহ্যের নিমকি, জিলাপিসহ বিভিন্ন ভাঁজা খাবার খেতেও দেখা যায়৷আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, গরু দৌড় প্রতিযোগিতা গ্রামের একটি শত বছরের ঐতিহ্যের খেলা৷ এ খেলা আগামী প্রজন্মের মাঝে তুলে ধরার কোনো বিকল্প নেই। তাই প্রতিবছর গ্রামের এই সংস্কৃতি ধরে রাখতেই এই আয়োজন৷দর্শনার্থীরা বলেন, ধীরে ধীরে গ্রামের এসব ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। বিলপল্লী সবুজ সংঘের মতো সব এলাকায় উদ্যোগ নিলে ঐতিহ্য টিকিয়ে রাখা সম্ভব।অনুষ্ঠানে বিলপল্লী সবুজ সংঘের সভাপতি ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. নূর আলমের সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।