কিশোরগঞ্জে ৬৩ কেজি গাঁজাসহ তিন মাদকারবারি গ্রেফতার
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়ার্দী ইউনিয়নের ঘোড়াধারা নদীর ঘাট থেকে ৬৩ কেজি গাঁজাসহ তিন মাদকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ৭ মার্চ শুক্রবার তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার হলেন, ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার মান্দাইল বন্ধ ছাঁটগাওয়ের আরিফ হোসেনের স্ত্রী মনি বেগম (৩৫), মৌলভীবাজার জেলার পূর্ব কাজীরগাঁও গ্রামের মৃত বাবুল আহমেদের স্ত্রী আলেয়া খাতুন (৪০) ও বাজিতপুর উপজেলার কৈলাগ বন্দরবাড়ীর মৃত হাজী কামাল উদ্দিনের ছেলে মো. হৃদয় মিয়া (২৫)।জানা যায়, বৃহস্পতিবার সকালের মিঠামইন উপজেলা থেকে বলিয়ার্দী ইউনিয়নের নদীর ঘাট দিয়ে আসার সময় দুই নারীকে বড় বড় ছয়টি ব্যাগ পরিবহন করতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।বাজিতপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মুরাদ হোসেন জানান, তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।