• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৩০:২২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৩০:২২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

মদ খেয়ে লরি ভাংচুর করলেন এসিল্যান্ডের ড্রাইভার

নেত্রকোনা প্রতিনিধি: মদ খেয়ে গাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে নেত্রকোনা কলমাকান্দার এসিল্যান্ডের গাড়ির ড্রাইভারের বিরুদ্ধে।২৭ জুন বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদর ইউনিয়নের খাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয়।স্থানীয়দের অভিযোগ, এসিল্যান্ডের গাড়ির ড্রাইভার সাইড না পেয়ে মদ্যপ অবস্থায় গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লড়ির উপর হামলা চালিয়ে এর বিভিন্ন অংশের ক্ষতি করে। এ সময় রড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে গাড়ির ৬টি চাকাই পাংকচার করে দেয় অভিযুক্ত ড্রাইভার। ভাংচুর ঠেকাতে পা ধরে মাফ চাইলেও ক্ষান্ত হয়নি বেপরোয়া ওই ড্রাইভার। লড়ির তেলের ট্যাংক ও ইঞ্জিনের অন্যান্য অংশে বালু ডুকানো, ভাংচুরসহ ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় অভিযুক্ত ড্রাইবার। এমনকি গাড়ির ব্যাটারি পর্যন্ত খুলে নদীতে ফেলে দেয়। নারীসহ স্থানীয়রা ভাংচুরে বাধা দিলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে এই চালক। এ সময় ক্ষুদ্ধ এলাকাবাসী গাড়িসহ চালককে অবরুদ্ধ করে রাখে। পরে স্থানীয় নেতৃবৃন্দ এসে অপ্রীতিকর ঘটনা এড়াতে গাড়িসহ ড্রাইভারকে ছাড়িয়ে নেয়।এ সময় যুবলীগ নেতা ওয়াহাব বলেন, উপজেলার একজন সর্বোচ্চ আইনপ্রয়োগকারীর এমন মদ্যপ নেশাগ্রস্ত ড্রাইভার আমরা চাই না। অভিযুক্ত এ ড্রাইভারের অপসারণের দাবি জানান তিনি।লড়ির ক্ষতিপূরণসহ ড্রাইভারের বিচারের দাবি জানান ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী লড়ির মালিক ফারুকসহ স্থানীয়রা।এ ব্যাপারে মুঠুফোনে কলমাকান্দা সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম জানান, গাড়িতে তিনি ছিলেন না। তবে ঘটনাটি শুনেছেন। গাড়ির চালকের নাম পাভেল বলেও নিশ্চিত করেন তিনি। তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।