• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২৬:০২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২৬:০২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

চলে গেলেন কিংবদন্তি গায়ক পঙ্কজ উদাস

বিনোদন ডেস্ক: চলে গেলেন ভারতের কিংবদন্তি গায়ক পঙ্কজ উদাস। ২৬ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।পঙ্কজ উদাসের জনসংযোগ কর্মকর্তা ও তার মেয়ে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি, পদ্মশ্রী পঙ্কজ উদাস ২৬ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন।পঙ্কজ উদাসের জনসংযোগ কর্মকর্তা জানান, ২৬ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান তিনি। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থা ভালো ছিল না। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।পঙ্কজ উদাসের জন্ম ভারতের গুজরাটে। ১৯৮০ সালে ‘আহত’ শিরোনামের গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে তার অভিষেক হয়। চার দশকের ক্যারিয়ারে ‘চান্দি জ্যায়সা রঙ্গ’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনাকাব’— পঙ্কজ উদাসের গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের মনের রসদ। ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো বিখ্যাত অ্যালবাম প্রকাশিত হয়েছে। পাশাপাশি বেশকিছু প্লেব্যাক করেছেন। সূত্র : আনন্দবাজার