বশিকপুরে দুই পক্ষের গোলাগুলিতে শিশু গুলিবিদ্ধ
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে আদিবা খাতুন (৭) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।১ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার পূর্ব বশিকপুরের কাচারীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অহিদ উদ্দিন ও ছোট ইউসুফের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। মঙ্গলবার সন্ধ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে অহিদ উদ্দিনের ছোড়া গুলি শিশু আদিবা খাতুনের পেটের ভেতর দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়। গুলিবিদ্ধ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল, পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. পীযুষ চন্দ্র দাস গুলির বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিটি পেট ছিদ্র হয়ে বুকে দিয়ে বের হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।