• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই চৈত্র ১৪৩১ সকাল ১০:৩৭:২৮ (31-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৭ই চৈত্র ১৪৩১ সকাল ১০:৩৭:২৮ (31-Mar-2025)
  • - ৩৩° সে:

মহেশপুরে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা

ঝিনাইদহ প্রতিনিধি: সীমান্তে পূর্ব শত্রুতার জের ধরে ঝিনাইদহের মহেশপুরে মতিয়ার রহমান মতি (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছে।২৫ মার্চ মঙ্গলবার ভোর সকালে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে কামার বাড়ি মোড়ে সন্ত্রাসীরা এ হামলা চালায়। আহত মতিয়ার রহামানকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গুলিবিদ্ধ মতিয়ার রহমান মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা পশ্চিমপাড়ার আজিজুর রহমানের ছেলে।এলাকাবাসি জানান, মতিয়ার রহমান ভোর রাতে সেহরি খাওয়ার পর বাড়ির পাশের একটি দোকানে যায়। সেসময় ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ করে ৩টি গুলি বর্ষণ করে। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। মুসল্লীরা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, বাঘাডাঙ্গায় এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে কে বা কারা গুলি করেছে তা তদন্ত করে বের করার চেষ্টা চলছে।