সদরপুরে ড্রাম ট্রাকের চাপায় গৃহবধূর মৃত্যু
সদরপুর, (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রোজিনা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।১৭ মার্চ সোমবার রাত ১০টার দিকে উপজেলার ভাষাণচর ইউনিয়নের আদু বেপারীর ডাঙ্গী গ্রামে ঘটনাটি ঘটে। নিহত রোজিনা ওই গ্রামের বাচ্চু বেপারীর স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, রোজিনা বেগমের নিজ জমিতে মাটি ভরাটের কাজ চলছিল। রাতে ট্রাক ভর্তি বালু ফেলতে আসলে রোজিনা বেগম তদারকির জন্য বাইরে আসেন। বালু ফেলা শেষে ট্রাক ঘুরানোর সময় পেছনে দাড়িয়ে থাকা রোজিনা চাপা পরে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় ঘতক ড্রাইভার সোহেল মাতুব্বর ও কনট্রাক্টর রিংকু খা ট্রাক রেখে পালিয়ে যায়।নিহতের স্বামী বাচ্চু মাতুব্বর জানান, আমার স্ত্রী রোজিনা বালু ভরাটের কাজ তদারকি করতে গেলে ট্রাকে অর্ধেক বালু থাকায় ড্রাইভার সোহেল মাতুব্বর ও কনট্রাক্টর রিংকু খার সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে আমার স্ত্রীকে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ ব্যাপারে অভিযুক্তদের সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের স্বামী বাচ্চু বেপারী বাদি হয়ে সদরপুর থানায় ট্রাকের মালিক, ড্রাইভার ও কনট্রাক্টারসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।