• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৩৬:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৩৬:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে বসতবাড়ির সামনে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সীমা আক্তার (৩৬) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। ২৯ মে বুধবার দিবাগত রাত পৌনে দুইটায় উপজেলার তেঘরিয়া ইউনিয়নে নিজ বাড়ির মেইন গেটের সামনে এ ঘটনা ঘটে।নিহত সীমা আক্তার তেঘরিয়া ইউনিয়নের বেয়ারা ছুরিমিঠা গ্রামের সালেহ আহমেদের বাড়ির ভাড়াটিয়া। তার স্বামী মোহাম্মদ রিয়াদ বর্তমানে মাদক মামলায় কারাগারে রয়েছেন।নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গভীর রাতে কে বা কারা নিহত সীমা আক্তারকে ডেকে বাড়ির মেইন গেটের সামনে নিয়ে যায়। পরে তাকে গলায় ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে গেলে নিহতের চিৎকারে তার ছেলে মেয়েরা ঘর থেকে দৌড়ে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে থানা পুলিশ নিহতের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহত সীমা আক্তারের একাধিক বিয়ে হলেও বর্তমানে তিনি স্বামী পরিত্যক্তা। তার আগের দুজন স্বামী মাদক ব্যবসায়ী। বর্তমানে তারা দুজনেই মাদক মামলায় কারাগারে রয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।