ভারত-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি
আন্তর্জাতিক ডেস্ক: ভারত-পাকিস্তান সীমান্তে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া এলাকায় ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানিয়েছেন, দুষ্কৃতিকারীদের সঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। তবে এখন পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ২৩ মার্চ রোববার সন্ধ্যায় কাঠুয়া এলাকায় নিরাপত্তা বাহিনী এবং দুষ্কৃতিকারীদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে তিন থেকে পাঁচজন দুষ্কৃতিকারীকে দেখা যাওয়ার পর নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি জঙ্গলে ভারী অস্ত্রে সজ্জিত দুষ্কৃতিকারীদের উপস্থিতি ছিল।স্থানীয় বাসিন্দা অনিতা দেবী (৪৮) জানান, জঙ্গলে কাঠ আনতে গেলে দুষ্কৃতিকারীরা তার স্বামীকে বন্দুকের মুখে আটক করে। তিনি বলেন, ‘সন্ত্রাসীরা আমার স্বামীকে বন্দুকের মুখে আটকে রেখে আমাকে তাদের কাছে যেতে বলেছিল। কিন্তু আমার স্বামী পালানোর ইঙ্গিত দিলে আমি দৌড় দিই। তাদের মধ্যে একজন আমাকে থামানোর চেষ্টা করলে, আমি চিৎকার করতে শুরু করি। তখন ঘাস কাটতে থাকা আরও দুই ব্যক্তি এগিয়ে আসলে ওই দুষ্কৃতিকারী চলে যায়।’জেলা উন্নয়ন কাউন্সিলর করণ কুমার জানান, তিনি অন্তত ২৫০ রাউন্ড গুলির শব্দ শুনেছেন। তিনি আরও বলেন, ওই এলাকায় এখনো ভয়ের পরিবেশ বিরাজ করছে।এই ঘটনায় স্থানীয় জনগণ আতঙ্কিত এবং নিরাপত্তা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। ভারত-পাকিস্তান সীমান্তে এ ধরনের ঘটনা নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এই ঘটনাটি বিশেষ গুরুত্ব পেয়েছে।ভারতীয় নিরাপত্তা বাহিনী এখনো এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে এবং দুষ্কৃতিকারীদের ধরতে তৎপর রয়েছে। এই ঘটনায় স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসী কার্যকলাপ রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করা হচ্ছে।