• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:০৩:২৯ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:০৩:২৯ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।২৩ ফেব্রুয়ারি রোববার দুপুরে উপজেলার লতিফপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।জানা গেছে, কালিয়াকৈর পৌরসভার ২নং ওয়ার্ডে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লতিফপুর এলাকায় সরকারি খাদ্য গুদামের প্রধান ফটকের সামনে সড়ক কেটে রাতের আঁধারে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া হয়েছিল।বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহমেদের নজরে এলে তিনি তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানান। এরপর, তিতাস কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন। এ সময় প্রায় ২০০ ফুট অবৈধ গ্যাস পাইপ জব্দ করেন তারা।স্থানীয়দের অভিযোগ, তিতাস অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও দালালের মাধ্যমে মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে এসব অবৈধ সংযোগ দেওয়া হয়। অভিযানে তিতাসের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।চন্দ্রা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সহকারী প্রকৌশলী মাসুদ বিন ইউসুফ বলেন, অভিযান অব্যাহত থাকবে। যারা এ ধরনের অবৈধ সংযোগের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।