• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:০১:৪০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:০১:৪০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

গাজীপুরে ৫০টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার: গাজীপুর মহানগরের ২৪ নং ওয়ার্ডে চাপুলিয়া রেল ক্রসিংয়ের পাশে অবৈধভাবে নেওয়া অর্ধশতাধিক বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ।১১ নভেম্বর সোমবার সকাল ১১টা থেকে বেলা ৪টা পর্যন্ত গাজীপুর মহানগর ২৪ নং ওয়ার্ডে এই অভিযান পরিচালনা করা হয়।জানা গেছে, গাজীপুরের সংবাদকর্মীদের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তিতাস কর্তৃপক্ষ। এ নিয়ে স্থানীয় সংবাদকর্মীরা প্রতিবেদন প্রকাশ করলে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হয়। এ অভিযানে ৫০টি অবৈধ গ্যাস  সংযোগ বিচ্ছিন্ন করা হয়।স্থানীয় বাসিন্দারা জানান, একটি মহল প্রভাব খাটিয়ে অর্থের বিনিময়ে ওই এলাকায় বাসা-বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে। এতে বৈধ লাইনে গ্যাস সরবরাহে সমস্যা দেখা দেয়।অবৈধ এসব সংযোগ ত্রুটিপূর্ণ হওয়ায় গ্যাসের চাপ বৃদ্ধি পেলে যেকোনো সময় বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের মত ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।