সৈয়দপুরে অভ্যুত্থানের গ্রাফিতি ঢেকে দিচ্ছে কোচিং সেন্টারের বিজ্ঞাপন
নীলফামারী (সৈয়দপুর) প্রতিনিধি: সৈয়দপুরে গণঅভ্যুত্থানের পরে দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি মুছে ফেলতে দেখা গেছে। গ্রাফিতি মুছে সেখানে কোচিং সেন্টার ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বসানো হচ্ছে।এ অবস্থা অব্যাহত থাকলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মীরা কঠোর পদক্ষেপ নেয়ার ব্যাপারে সতর্ক করেছে।সৈয়দপুরে শহীদ ক্যাপ্টেন মীর্ধা সড়কসহ বিভিন্ন সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে জুলাই-আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্র করে শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকেন। তারা কেউ পেশাদার শিল্পী না হয়েও মনের অভিব্যক্তি প্রচার করে তুলির আঁচড়ে এঁকেছেন বিভিন্ন গ্রাফিতি।শিক্ষার্থীরা নিজেরাই অর্থ জোগাড় করে রং ও আঁকার সরঞ্জাম কিনে দেয়াল পরিষ্কার করে গ্রাফিতি আঁকাসহ নানা পঙক্তি লেখার কাজ করেছেন। এসব গ্রাফিতিতে অভ্যুত্থানে প্রাণ হারানো ব্যক্তিদের প্রতিকৃতি ও তাদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি উঠে এসেছে সাম্প্রদায়িক সম্প্রীতি, সমাজ-রাষ্ট্রের সংস্কার, ঘুষ-দুর্নীতি বন্ধ করা, স্বৈরতন্ত্রের অবসান, বাকস্বাধীনতা, সমঅধিকার থেকে শুরু করে সব রকমের অন্যায়-অবিচারের বিরুদ্ধে ক্ষোভ আর প্রতিরোধের অগ্নিময় উক্তি। এসেছে বহু কালজয়ী গান ও কবিতার পঙক্তি। এখন সেসব মুছে দিয়ে কোচিং সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিজ্ঞাপন দিচ্ছেন। এ ব্যাপারে সৈয়দপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন, ইদানিং কিছু কোচিং সেন্টার তাদের বাণিজ্যিক কারণে আমাদের জুলাই স্মৃতির গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করছেন। আপনাদের শেষবারের মতো সাবধান করে দিতে চাই, এর পর যদি গ্রাফিতিতে হাত দেওয়ার চেষ্টা করেন তাহলে আমরা বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কর্মীরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো, প্রয়োজন হলে আইনি ব্যবস্থা নেব।