• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ০৬:০০:৫৮ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ০৬:০০:৫৮ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

সিলেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২০

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটের জালালাবাদ থানার নাজিরেরগাঁও এবং নয়া খুররম খুলা গ্রামের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।১৩ মার্চ বৃহস্পতিবার রাত ১২টার দিকে উভয় গ্রামের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানান, প্রায় এক ঘণ্টাব্যাপী চলা ওই সংঘর্ষে সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ থাকে। পাশাপাশি অনেক ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ হয়ে যায়। এসময় পথচারীসহ সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন।  সংঘর্ষের খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সিলেট এসএমপির পুলিশ কমিশনার মো. রেজাউল করিম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।