মধুপুরে আমসের উদ্যোগে আন্তর্জাতিক গ্রামীণ নারী বিদস উদযাপন
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে আচিক মিচিক সোসাইটির (আমস) উদ্যেগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হয়েছে। ১৫ অক্টোবর রোববার এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে উপজেলার অরণখোলা ইউনিয়নের গারো পল্লী প্রকৃতির ভুটিয়া গ্রামে আমস অফিস কার্যালয়ে দিবসটি পালন করা হয়। সকালে গ্রামীণ সড়কে গ্রামীণ নারীদের অংশগ্রহণে শোভাযাত্রা বের হয়ে আমস কার্যালয়ে এসে শেষ হয়। পরে আমসের নির্বাহী পরিচালক সুলেখা ম্রংয়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজনিম নূর রাত্রী, ইউএনও অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা জুবদিল খান, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ইউজিন নকরেক, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাবেক শিক্ষিকা মিরনি হাগিদক, মমতা রানী কোচ প্রমুখ।আলোচনা সভায় গ্রামীণ নারীরা তদের জীবনের সুখ-দুঃখের কথা তুলে ধরেন এ অনুষ্ঠানে। এসময় তারা সংসারে কাজের মূল্যায়ণ চান। আলোচনা সভায় মধুপুরের গারো কোচ সম্প্রদায়ের নারীরাও উপস্থিত ছিলেন।