বদলগাছীর মাইলস্টোন হাইস্কুলে দিনব্যাপী পিঠা উৎসব পালন
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীর মাইলস্টোন হাইস্কুলে দিনব্যাপী শুরু হয়েছে পিঠা উৎসব পালিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরে অবস্থিত স্কুল প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।তিনি বলেন, পিঠা আমাদের গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য। এ সংস্কৃতির সাথে আমরা পরিচিত হওয়ার পাশাপাশি শিকড়ের সাথে অতপ্রোত ভাবে জড়িত হবে। নতুন প্রজন্মরা পিঠাগুলো চিনতে পারবে।মেলায় ৮ টি স্টলে বিভিন্ন পিঠা-পুলি দিয়ে পসরা সাজিয়ে বসে শিক্ষার্থীরা। যেখানে গোলাপ, রুল, ভিজানা, চিতই পিটা, পাকান, পাটি সাপটা, কুশলী, নকশি, দুধ খেজুর ও সাত খুপিসহ অন্তত ২০-২৫ ধরনের পিঠা দিয়ে স্টল সাজানো হয়। প্রকারভেদে ২০ টাকা থেকে ৫০ টাকা পিস বিক্রি হয়। সকাল থেকেই পিঠা মেলা প্রাঙ্গণ ছিল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমণ্ডলী ও জনসাধারণের পদচারণায় মুখরিত। এ ধরনের ভিন্নধর্মী একটা আয়োজন উপভোগ করতে পেরে শিক্ষার্থীরা ভীষণ খুশি।আয়োজকরা জানান, কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার বাহারি পিঠা। সেগুলোকে টিকিয়ে রাখতে ও সবাইকে পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ মেলার আয়োজন।এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, তার সহধর্মিণী মনিরা সুলতানা, বিদ্যালয়ের পরিচালক আলহাজ লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুর রহিম বাবলু ও প্রধান শিক্ষক আবু জর গিফারীসহ আরও অনেকে।