গ্রীন ভয়েসের আয়োজনে ঢাকা কলেজে ফল উৎসব
ঢাকা কলেজ প্রতিনিধি: ‘ফল খান দেশি, বল পান বেশি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ফল উৎসবের আয়োজন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের ঢাকা কলেজ ইউনিট।২৯ জুলাই শনিবার বিকাল ৫টায় ঢাকা কলেজ ক্যাফেটেরিয়াতে শুরু হয় ফল উৎসব ২০২৩।ফল উৎসবে বাহারী রকমের ফলের সমাহার ঘটে। আম, কাঠাল, কলা, পেয়ারা, লটকন, ড্রাগন, আনারসসহ মোট ১২ প্রজাতির দেশি-বিদেশি ফলের মাধ্যমে গ্রীন ভয়েসের সাধারণ সদস্যদের অপ্যায়ন করে ঢাকা কলেজ গ্রীন ভয়েস ইউনিট।ফল উৎসব উদ্বোধন করে গ্রীন ভয়েসের কেন্দ্রীয় সদস্য ফাহমিদা নাজনীন তিতলী। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, গ্রীন ভয়েস প্রাকৃতিক, সামাজিক ও পরিবেশ; এ ৩ টি বিষয়ের উন্নয়নে কাজ করে। সারাদেশে ১৩৫ টি ইউনিটে গ্রীন ভয়েস সদস্যরা সেচ্ছায় পরিবেশের উন্নয়নসহ বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকে। গ্রীন ভয়েসের প্রচার-প্রচারণার ফলে সারাদেশে শিক্ষার্থীরা বর্তমানে পরিবেশ সংরক্ষণের প্রতি সচেতনতা পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে।ফল উৎসবে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সমাপনী বক্তব্যে ঢাকা কলেজ গ্রীন ভয়েস ইউনিটের সভাপতি আব্দুল আওয়াল রবি বলেন, ঢাকা কলেজ গ্রীন ভয়েস ইউনিটের সারা বছর নানাবিধ কার্যক্রম পরিচালনা করে থাকে। সাত কলেজের ভর্তি পরিক্ষায় আগত শিক্ষার্থীদের সহযোগিতা, ক্যাম্পাস পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ পরিবেশ দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে ব্যানার, পোস্টারিংয়ের মতো কার্যক্রম ঢাকা কলেজ গ্রীন ভয়েস ইউনিট ইতোমধ্যেই সম্পন্ন করেছে।ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য গ্রীন ভয়েসের মাধ্যমে বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হবে বলেও জানান তিনি।