• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:২১:০৮ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:২১:০৮ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

সম্পত্তি আত্মসাত, আইনজীবীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: জাল দলিল সৃজন ও জমি আত্মসাতের অভিযোগে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এালাকার এডভোকেট খাজা অলিউল্লাহ মাসুদ গংয়ের নামে মামলা দায়েরসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।  ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার নারায়ণগঞ্জ সদর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।এ ঘটনায় মামলার বাদী মো. আল মোমেন (৩৭) অভিযোগ করেন এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভির আওয়ামী প্রভাব খাঁটিয়ে বিবাদীগণ ওই জাল দলিল সৃজন ও সম্পত্তি আত্মসাৎ করে। বাদী আরো জানান, তার নানি আমিনা খাতুনের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ০.৫২ শতাংশ সম্পত্তি তার মামা, খালা ও অন্যান্য বিবাদীরা জাল দলিল তৈরি করে আত্মসাৎ করার চেষ্টা করছে।বাদীর অভিযোগ, খাজা আহসানুল্লাহ, এড. খাজা অলিউল্লাহ, জাহানারা জামাল, সবুরা রহমান, তাহেরা বেগম এবং খলিলুর রহমান বিবাদীগণ মিথ্যা ওয়ারিশ সনদ তৈরি করে এবং মিথ্যা তথ্য দিয়ে সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে নামজারী করে। পরে তারা এই মিথ্যা ওয়ারিশ সনদ ব্যবহার করে বিবাদী মো. খলিলুর রহমানের কাছে সম্পত্তি বিক্রি করে দেয়। বাদী ও তার ভাইদের সম্পত্তি আত্মসাতের এই চক্রান্তের বিরুদ্ধে তিনি আদালতে অভিযোগ দায়ের করেছেন।বাদীর বক্তব্য অনুযায়ী, আমিনা খাতুন ২০০৮ সালে নারায়ণগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত একটি দলিলের মাধ্যমে ৪.১৭ শতাংশ জমি ক্রয় করেন। তার মৃত্যুর পর এই সম্পত্তি তার তিন পুত্র ও চার কন্যার মধ্যে বণ্টন হয়। বাদীর মাতা মমিনা বেগম ০.৫২ শতাংশ সম্পত্তির মালিক ছিলেন এবং তিনি ২০১২ সালে মৃত্যুবরণ করলে বাদী ও তার দুই ভাই এই সম্পত্তির উত্তরাধিকারী হন।বাদী আরও জানান, তিনি ও তার সাক্ষীরা খাজা আহসানুল্লাহ ও খাজা এডভোকেট খাজা অলিউল্লাহ মাসুদের বাড়িতে গিয়ে এই জালিয়াতির কথা বললে তারা তাকে মারধর ও হুমকি দেন এবং সম্পত্তির দাবি ত্যাগ করতে বাধ্য করার চেষ্টা করেন এবং মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করে।আদালত অভিযোগটি সিআইডির কাছে তদন্ত করতে দিলে সিআইডি অভিযোগের সততা পায় এবং আদালত মামলাটি গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানা জারি করে।বাদীর উকিল অ্যাডভোকেট মৃনাল কান্তি বাপ্পি বলেন, সিআইডির তদন্তে বাদীর অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আসামিদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে।  ঘটনাটি নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং স্থানীয়রা ন্যায়বিচার কামনা করছেন।