ঘুসের খবর প্রকাশের পর ওসি শফিউদ্দিন খাঁনকে প্রত্যাহার
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিউদ্দিন খাঁনের ঘুস বাণিজ্যের সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।এর আগে এক ইউপি সদস্যের কাছ থেকে ওসির ঘুস হিসেবে এসি নেওয়ার একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়।৬ এপ্রিল রোববার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।তিনি বলেন, গণমাধ্যমে ঘুষ বাণিজ্যের সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবু ছালেহ্ মো. আনসাঁর উদ্দিনকে প্রধান করা হয়। তাদের ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।প্রাথমিকভাবে এসি ঘুষ নেওয়ার সত্যতা পাওয়ায় তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।তদন্ত প্রতিবেদনের পর চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।