• ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:২২:০৮ (04-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:২২:০৮ (04-Dec-2024)
  • - ৩৩° সে:

পুনরায় নির্বাচিত হলেন কাজী আবুল মনসুর ও আলীউর রহমান

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) বার্ষিক সম্মেলনে সভাপতি কাজী আবুল মনসুর ও সাধারণ সম্পাদক আলীউর রহমান পুনরায় স্বপদে বহাল রয়েছেন। ২৬ আগস্ট শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে কাজী আবুল মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলীউর রহমানের সঞ্চালনায় সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ক্রিড়া সংগঠক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আব্বাস।এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- সাংবাদিকদের সুসংগঠিত করতে প্রথমে একজন যোগ্য নেতা দরকার, তারপর সংগঠন। নেতৃত্ব ছাড়া সংগঠন গতিশীল হয় না। আর সংগঠন গতিশীল না হলে লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন ও সমাজ পরিবর্তন করা সম্ভব হয় না। সূর্যকে কেন্দ্র করেই যেমন সৌরজগত পরিচালিত হয়। আশা করি নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের হাত ধরে আগামীতে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম একটি গতিশীল সংগঠনে পরিণত হবে এবং চট্টগ্রামে সাংবাদিকদের মানোন্নয়নে ভূমিকা রাখবে তবে এটা রাতারাতি সম্ভব নয়। এর নেই কোন শর্টকার্ট রাস্তা। এজন্য প্রয়োজন দীর্ঘ  পরিকল্পনা ও যুগোপযোগী কর্মসূচির সেই সাথে তা বাস্তবায়ন।নতুন কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, সিনিয়র সহ-সভাপতি পদে একুশে টেলিভিশনের ডেপুটি নিউজ এডিটর হাসান ফেরদৌস, সহ-সভাপতি পদে সিপ্লাস সম্পাদক আলমগীর অপু, যুগ্ম-সম্পাদক গ্লোবাল টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ, সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক জালাল উদ্দিন সাগর, অর্থ সম্পাদক ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার ব্যুরো প্রধান আইয়ুব আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক পূর্বদেশের সিনিয়র রিপোর্টার সাইফুল্লাহ চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক প্রতিদিনের সংবাদ প্রতিকার সিনিয়র রিপোর্টার মো. শহিদুল ইসলাম, সমাজ সেবা সম্পাদক পদে বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান লোকমান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম পারভেজ, নির্বাহী সদস্য হিসাবে- যমুনা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান জামশেদ রেহমান চৌধুরী, দৈনিক লাখো কণ্ঠের সিনিয়র রিপোর্টার শাহ আজম, ঢাকা প্রতিদিন চট্টগ্রাম ব্যুরো প্রধান জুবায়ের সিদ্দিকী, আমাদের নতুন সময় চট্টগ্রাম ব্যুরো প্রধান কামাল পারভেজ ও মোহনা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান আলী আহমেদ শাহীন নির্বাচিত হয়।