• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সকাল ০৭:০৯:৩৫ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সকাল ০৭:০৯:৩৫ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

চবির ৩১তম ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩১তম ব্যাচের শিক্ষার্থীদের এক পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শুক্রবার গাজীপুর মালাদাহ ইকো রিসোর্টে চবির প্রাক্তন শিক্ষার্থীদের এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ইকো রিসোর্টে দিনব্যাপী বিভিন্ন আয়োজনে মেতে ছিলেন তারা। পুরাতন বন্ধুদের শতস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছিলো পুরো আয়োজনটি।অনুষ্ঠানটি আয়োজনের ক্ষেত্রে অনুষ্ঠান আয়োজন কমিটির বিভিন্ন সদস্যদের মধ্যে ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ইমরুল খান, নাজমুল আলম, আনোয়ার হোসেন, গাজী পারভেজ হাসান, মার্কেটিং বিভাগের মোরশেদ উদ্দিন খান, রমিজ আহমেদ, আব্দুল্লাহ হোসেন মিঠু, রাজনীতি বিজ্ঞান বিভাগের নুরুল আমিন, দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী, জাহেদুল ইসলাম, মিজবাহ জাবেদ, সাইফুল ইসলাম, আব্বাস উদ্দিন, মনিরুল্লা, জাবেদ মোরশেদ, সমাজতত্ব বিভাগের মোস্তফা কামাল, মিজানুর রহমান, হেলাল উদ্দিন, নাসির উদ্দিন চৌধুরী, মিজবাহ উদ্দিন নাঈম, পরিসংখ্যান বিভাগের মনিরুজ্জামান শৈবাল, ফাইনেন্স বিভাগের প্রাক্তন শিক্ষার্থী গোলাম রাব্বানি, ফরেস্ট্রি বিভাগের গিয়াস উদ্দিন, আইন বিভাগের  অ্যাড. কামরুল ইসলাম, পদার্থ বিভাগের ফজলে রাব্বি অগ্রণী ভূমিকা পালন করেন।এসময় তারা তাদের পুরনো দিনগুলোকে স্মরণ করার লক্ষ্যেই এই মিলন মেলার আয়োজন করেন। প্রতি বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সকলে একসাথে মিলিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত মিলনমেলায় পারস্পরিক পরিচিতি, আড্ডা, স্মৃতিচারণ, কবিতা আবৃতি, গান, সর্বশেষ র‍্যাফেল ড্র ও পুরুস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩১তম ব্যাচের বিভিন্ন বিষয়ের শিক্ষার্থীরা বর্তমানে প্রশাসন, পুলিশ, সামরিক বাহিনী, ট্যাক্স, নির্বাচন কমিশন, শিক্ষা প্রতিষ্ঠান, গোয়েন্দা সংস্থাসহ আরও সরকারি প্রতিষ্ঠানে ও ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশি সংস্থাসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত আছেন। এ ব্যাচের প্রাক্তন শিক্ষর্থীদের একটা উল্লেখযোগ্য অংশ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা করে দেশের শিক্ষার উন্নয়নে ও বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করে দেশেরে কর্মসংস্থান সৃষ্ঠি ও সমৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।