৫৩ বছরে আমরা শুধু পেয়েছি গুম-খুন: চরমোনাই পীর
পাবনা প্রতিনিধি: চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন ৫৩ বছর ধরে আমরা স্বাধীনতা পেয়েছি। এ স্বাধীনতা পর আমরা কি পেলাম? গত ৫৩ বছরে আমরা শুধু পেয়েছি গুম-খুন।২৩ ডিসেম্বর সোমবার সন্ধ্যার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।তিনি বলেন, যারা দেশ পরিচালনা করেছে তাদের কাছ থেকে আমরা সাম্য পাইনি, ন্যায় বিচার পাইনি, মানবিক মর্যাদা পাইনি। তারা ক্ষমতায় বসে দেশের মানুষের কষ্টার্জিত টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া তৈরি করেছে। এ অবস্থার পরিবর্তন আমাদেরকেই করতে হবে। দুনিয়া ও আখেরাতে মুক্তির একমাত্র নীতি আদর্শ হল ইসলাম। গত ৫ আগস্টের পরে দেশে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী আদর্শ পৌঁছাবার একটি ক্ষেত্র তৈরি হয়েছে।এ সময় উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হাই জমিরীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. আরিফ বিল্লাহ, সহ-সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারি সাইফুল ইসলাম, জেলা উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি জাকারিয়া জুলফিকার জামি,পাবনা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন, চাটমোহর উপজেলা শাখার সভাপতি হাফেজ মুফতি মাওলানা আবু তহা, ভাঙ্গুড়া উপজেলা শাখার সহ-সভাপতি মুফতি নুরুজ্জামান নোমানী, সেক্রেটারি হাফেজ মাওলানা মামুনুর রশিদ হক্কানী, পাবনা জেলা যুব আন্দোলনের সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন ফরিদী, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ আনাস উল্লাহ আল আমিন, উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি জাহিদুর রহমান দুলাল প্রমুখ।