• ঢাকা
  • |
  • শনিবার ১৫ই চৈত্র ১৪৩১ সকাল ০৮:৫৭:১৭ (29-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৫ই চৈত্র ১৪৩১ সকাল ০৮:৫৭:১৭ (29-Mar-2025)
  • - ৩৩° সে:

বেদখলে থাকা সওজ'র ৩২ শতাংশ জমি উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে কনসোর্ট গ্রুপের দখলে থাকা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ৩২ শতাংশ জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।২২ মার্চ শনিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘুরিয়া ইউনিয়নের বাঘৈর মৌজায় এই জমি উদ্ধার করা হয়। যার সিএস দাগ ১৬১৮, আর.এস দাগ ৮০১ ও এল এ কেস নং ৪৮/১৯৭৬-১৯৭৭।অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ হাসনাবাদের সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী হারুন অর রশিদ।ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন জানান, ‘দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাঘৈর মৌজায়, কনসোর্ট গ্রুপের দখলে থাকা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ৩২ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’