৩ দফা দাবিতে পঞ্চগড়ে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড়ে 'চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ব্যানারে' ৩ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।১২ জানুয়ারি রোববার দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়। এসময় মানববন্ধন কর্মসূচিতে বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।বিডিআর সদস্যরা জানান, বিগত সরকারের যোগসাজশে ভারত পিলখানা হত্যাকাণ্ড ঘটায়। ভারতের বলির শিকার হয়েছেন তারা। সকল বিডিআর চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল, নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি এবং স্বাধীন কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।